ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নারীসহ ছিনতাইকারী চক্রের  ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৩, ১৮ নভেম্বর ২০২০   আপডেট: ১৪:১৩, ১৮ নভেম্বর ২০২০
নারীসহ ছিনতাইকারী চক্রের  ৮ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় দীর্ঘদিন ধরে নানা কৌশলে সাধারণ মানুষের কাছ থেকে সর্বস্ব হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
গ্রেপ্তারদের মধ্যে দুইজন নারী ছিনতাইকারীও রয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে  সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) পলাশ কান্তি নাথ এক প্রেস ব্রিফিংয়ে এই চক্রকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ছিনতাইকারীরা হলেন— রাকিবুল হাসান প্রকাশ রাকিব (২৫), রূপালী প্রকাশ রূপা প্রকাশ নিপা (২০), মো. আলাউদ্দিন (৫০) , মো. রুবেল (২৮), ফারজানা বেগম (২৬), মো. রাজু প্রকাশ সুমন (২৩), মো. আলামিন (২৮) ও আব্দুল নাইম (২০)। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) প্রেস ব্রিফিয়ে এ জানান, নারীসহ এই ছিনতাইকারী চক্রটি নগরীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধ হয়ে নানা কৌশলে ছিনতাই করে আসছিলো। তারা কৌশলে পথচারীকে টার্গেট করে ব্লেড দিয়ে আহত করে  মোবাইল ফোন , টাকা মানিব্যাগ ছিনতাই করে পালিয়ে যেতো। পুলিশ দীর্ঘ প্রচেষ্ঠায় অভিযান চালিয়ে নগরীর কোতোয়ালি থানার বিভিন্ন এলাকা থেকে এই ছিনতাকারী চক্রটিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়