ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চট্টগ্রামে মাস্ক না পরায় ৮০ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১৮ নভেম্বর ২০২০  
চট্টগ্রামে মাস্ক না পরায় ৮০ জনকে জরিমানা

চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মুখে মাস্ক না পরায় ৮০ জনকে জরিমানা করা হয়েছে। 

বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট উমর ফারুক, রেজওয়ানা আফরিন এবং নুরজাহান আক্তার সাথী পৃথক পৃথক এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

ম্যাজিট্রেট ওমর ফারুক জানান, করোনার বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করে নগরীর কোতোয়ালী, নিউ মার্কেট, জামাল খান, জিইসি এবং দামপাড়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। 

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন নগরের জামাল খান এবং জিইসি মোড় এলাকায় নেতৃত্ব দেন। এই সময় তিনি মাস্ক না পরায় ২০ জনকে এক হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

নগরের দামপাড়া এলাকায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরজাহান আক্তার সাথী। তিনি মাস্ক না পরায় ৭ জনকে ৪৭০ টাকা জরিমানা করেন।

এছাড়া ম্যাজিস্ট্রেট উমর ফারকের নেতৃত্বে নগরীর কোতোয়ালী এবং নিউ মার্কেট এলাকায় পরিচালিত অভিযানে মাস্ক না পরায় ৫৩ জনকে ৯ হাজার ৩৩০ টাকা জরিমানা করা হয়।

এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন ম্যাজিট্রেট ওমর ফারুক।

রেজাউল করিম/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়