ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

সিরাজ বাহিনীর প্রধান সিরাজ মারা গেছেন 

কুষ্টিয়া প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১০, ১৮ নভেম্বর ২০২০   আপডেট: ২২:৩৯, ১৮ নভেম্বর ২০২০
সিরাজ বাহিনীর প্রধান সিরাজ মারা গেছেন 

সিরাজ বাহিনীর প্রধান সিরাজ (চশমা পরিহিত)

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া গ্রামের কুখ্যাত সিরাজ বাহিনীর প্রধান সিরাজ মারা গেছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে যুক্তরাজ্যের লন্ডনের একটি মসজিদে নামাজ পড়ার সময় তার স্ট্রোক করে। পরে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিলো ৬৫ বছর। 

ঢাকায় মেয়ের বাসায় অবস্থান করা সিরাজের স্ত্রী ফিরোজা বেগম স্বামীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। সিরাজ স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। 

সিরাজের ছেলে ও বৌমা লন্ডনে বসবাস করেন। সিরাজ বেশ কয়েক বছর ধরে সেখানে অবস্থান করছিলেন। 

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আন্ডার ওয়ার্ল্ড কাঁপানো দুর্ধর্ষ সন্ত্রাসী এই সিরাজ। ১৯৯৯ সালের ২৩ জুলাই কুষ্টিয়া স্টেডিয়ামে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের হাতে আগ্নেয়াস্ত্র তুলে দিয়ে নিজ বাহিনীর ১০৮ সন্ত্রাসীসহ সিরাজ আত্মসমর্পণ করেন। এরপর তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন। 
 

কাঞ্চন/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়