ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে রেজিস্ট্রি, ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ২০ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:৪০, ২০ নভেম্বর ২০২০
মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে রেজিস্ট্রি, ৪ জনের বিরুদ্ধে দুদকের মামলা

কুষ্টিয়ার দৌলতপুরে সাব-রেজিস্ট্রি অফিসে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমি রেজিস্ট্রি করার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ অরূপ কুমার গোস্বামীর আদালতে শুনানি শেষে এ মামলা রেকর্ডভুক্ত হয়।

অভিযুক্ত আসামিরা হলেন— দৌলতপুর উপজেলার (অবসরপ্রাপ্ত) সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার কুষ্টিয়া শহরের ১১/৩, দাদাপুর রোড থানাপাড়ার বাসিন্দা মৃত. বাল্লক আলী মণ্ডলের ছেলে শরিয়ত হোসেন (৬১), উপজেলার চিথলিয়া গ্রামের বদর উদ্দিনের স্ত্রী বাছি খাতুন (৪২), উপজেলার সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক নারায়ানপুর গ্রামের বাসিন্দা মৃত হাবিল উদ্দিনের ছেলে বাহাউদ্দিন (৪৮) এবং শেরপুর গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে লোকমান হোসেন (৩৯)।

এ মামলাতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার উপ-সহকারী পরিচালক মো. নাছরুল্লাহ হোসাইন বাদী হয়েছেন।

কাঞ্চন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়