ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘মামলাজট শেষ করতে বার্ষিক ছুটি কমাতে হবে’

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৩, ২১ নভেম্বর ২০২০  
‘মামলাজট শেষ করতে বার্ষিক ছুটি কমাতে হবে’

নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেছেন, ‘বাংলাদেশে অনেক দিন ধরে মামলাজট রয়েছে। তবে করোনাকালীন আদালত বন্ধ থাকায় নতুন মামলা হয়নি। তারপরও কিছুটা মামলাজট রয়েছে। মামলাজট শেষ করার জন্য আমাদের একটু বেশি কাজ করতে হবে। সব আদালত যখন খুলে যাবে তখন আমাদের ছুটি কমাতে হবে।’ 

তিনি আরও বলেন , ‘ইতোমধ্যে আমাদের সেপ্টেম্বরের ছুটি বাতিল করা হয়েছে। এ কারণে আমাদের অনেকগুলো কার্যদিবস বেড়ে গিয়েছিল। আগামী বছর করোনা থেকে রেহাই পেলে বার্ষিক ছুটি কমিয়ে কার্যদিবস বাড়িয়ে মামলাজট কমাতে পারব।’

শনিবার (২১ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘বঙ্গবন্ধুর পলাতক খুনিরা দুই একটি দেশে পালিয়ে রয়েছে। সেসব দেশের আইনগত প্রক্রিয়ায় সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। পলাতক খুনিদের ওই সব দেশের আইনী প্রক্রিয়ার মাধ্যমে আনতে হবে। সেখানে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। আইনী প্রক্রিয়া শেষ হলে তাদেরকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে।’

পুরানো মামলা প্রসঙ্গে তিনি বলেন, ‘পুরনো অনেকগুলো মামলা রয়ে গেছে। অনেক পুরানো মামলা আমরা খুঁজে বের করা চেষ্টা করছি। ইতোমধ‌্যে অনেকগুলো বের করেছি। কিছু মামলা শুনানির অপেক্ষায় রয়েছে। সেগুলো শুনানির চেষ্টা করা হচ্ছে। কিছু মামলা কার্য তালিকায় আনা হয়েছে, কিছু মামলা শুনানি আরম্ভ হয়েছে। কিছু দিনের মধ্যে পুরনো মামলাগুলো শেষ করতে পারব।’

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা জানান নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুজ্জামান, ব্যারিস্টার মইনুল হোসেন, রেজাউল করিম, ব্যারিস্টার ওয়াইস আল হারুনী, একেএম আমিন উদ্দিন মানিক, কামরুল আহসান খান আসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিকদার নূর মোহাম্মদ দুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটুসহ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যগণ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাদল সাহা/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়