RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ০১ ডিসেম্বর ২০২০ ||  অগ্রাহায়ণ ১৭ ১৪২৭ ||  ১৪ রবিউস সানি ১৪৪২

কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাত: কলেজছাত্রের মৃত‌্যু

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৩, ২১ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:৪২, ২১ নভেম্বর ২০২০
কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাত: কলেজছাত্রের মৃত‌্যু

ছুরিকাঘাতে নিহত সাবিলুস সালেহীন

কক্সবাজার সদরের দক্ষিণ মুহুরি পাড়ায় কথা কাটাকাটির জের ধরে সাবিলুস সালেহীন (১৮) নামের এক কলেজছাত্র ছুরিকাঘাতে খুন হয়েছে। 

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মুহুরি পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ তিন জনকে আটক করেছে। 

নিহত সাবিলুস সালেহীন কক্সবাজার পলিকেটনিক কলেজের ছাত্র এবং মুহুরি পাড়ার হাকিম উল্লাহর ছেলে।

নিহতের ভাই রফিকুস সালেহীন জানান, ওই এলাকায় বসবাসকারি রোহিঙ্গা হোসেনের সঙ্গে কথা কাটা-কাটির জের ধরে সাবিলুসকে ছুরিকাঘাত করা হয়। ভাইকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার মৃত্যু হয়। 

তবে কি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

কক্সবাজার সদর থানার ওসি অপারেশন মো. সেলিম উদ্দিন জানান, এ ঘটনায় অভিযুক্ত হোসেন এর বড় ভাই জুবায়ের ও রফিক এবং ফুফাতো ভাই ইয়াছিনকে আটক করা হয়েছে। হোসেনকে আটকের চেষ্টা চলছে।

সুজাউদ্দিন রুবেল/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়