ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিলেটের সমাবেশে বাবুনগরীর ৩ দাবি

নিজস্ব প্রতিবেদক, সিলেট || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ২১ নভেম্বর ২০২০   আপডেট: ২২:৩৫, ২১ নভেম্বর ২০২০
সিলেটের সমাবেশে বাবুনগরীর ৩ দাবি

সিলেটে ইসলামপন্থী সংগঠন ‘হেফাজতে ইসলামের’ এক বিশাল সমাবেশ হয়েছে। সংগঠনটির নতুন আমীর জুনায়েদ বাবুনগরী সমাবেশে তিনটি দাবির কথা তুলে ধরেছেন। 

দাবিগুলো হলো- ফ্রান্সের বিরুদ্ধে সংসদে নিন্দা প্রস্তাব পাস, সিলেটে হোটেলগুলোয় মদ বিক্রির অনুমোদন বাতিল ও রায়হানের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে রেজিস্ট্রারি মাঠের এ সমাবেশে কয়েক হাজার মানুষ যোগ দেন। 

ফ্রান্সে মহানবী (সা.) এর প্রতি অবমাননা ইস্যুতে এ বিক্ষোভ সমাবেশ ও গণমিছিল ডেকেছিল সিলেট জেলা হেফাজতে ইসলাম। 

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় উপদেষ্টা শায়খুল হাদীস জিয়া উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জুনায়েদ বাবুনগরী। নতুন কমিটি গঠনের পর সিলেটেই বড় ধরনের এমন সমাবেশে প্রথম উপস্থিত হলেন তিনি।

বাবুনগরী বলেন, ‘হেফাজত বাঘও নয়, সিংহও নয়। হেফাজত সরকার বিরোধী নয়, আবার সরকার দলীয়ও নয়। নামাজ, রোজা, হজ-যাকাত হলো হেফাজতের কর্মসূচি। হেফাজত বাংলাদেশে নামাজ কায়েম করতে চায়। যারা ইসলামের শত্রু, রাসূলের দুশমন, নাস্তিক- মুর্তাদ তাদের কবর রচনার জন্য হেফাজতে ইসলামের অদ্ভুদয়।’

তিনি আরও বলেন, ‘বিশ্বের ২০০ কোটি মুসলমানের ভালোবাসার প্রতীক রাসূল সা. এর বিরুদ্ধে ফ্রান্স সরকার ব্যঙ্গ করে, কটাক্ষ করে মুসলমানদের কলিজায় আগুন লাগিয়েছে। কঠোরভাবে বলতে চাই, হে ফ্রান্সের সরকার, তুমি ক্ষমা চাও। না হয় দুনিয়ার জমিনে ঈমানদারেরা তোমার বিচার করবেই।’

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- হেফাজতের মহাসচিব নূর হুসাইন কাসিমী, নায়েবে আমীর প্রফেসর ড. আহমদ আবদুল কাদের, উপদেষ্টা শায়খুল হাদীস মুফতী রশিদুর রহমান ফারুক বর্ণভী, শায়খুল হাদীস উবায়দুল্লাহ ফারুক, নায়েবে আমীর শায়খুল হাদীস নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় নেতা অ‌্যাডভোকেট মাওলানা আবদুর রকীব ও সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীন প্রমুখ।

 নোমান/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়