ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সিএনজিকে ধাক্কা দিয়ে বাসও দুর্ঘটনায়, আহত ২৬

রাঙামাটি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৭, ২২ নভেম্বর ২০২০   আপডেট: ১৪:৪০, ২২ নভেম্বর ২০২০
সিএনজিকে ধাক্কা দিয়ে বাসও দুর্ঘটনায়, আহত ২৬

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী-রাজস্থলী সড়কে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে যাত্রীবাহী বাসও দুর্ঘটনায় পড়েছে। এতে সিএনজিচালকসহ ২৫ জন যাত্রী আহত হয়েছে।

রোববার (২২ নভেম্বর) বেলা ১১টার দিকে রাইখালী-রাজস্থলী সড়কের কারিগর পাড়ার হাতিমারা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

বাসের যাত্রী নুর মোহাম্মদ জানান, রাজস্থলী হতে রাঙামাটি অভিমুখে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি বিপরীত দিক থেকে আসা সিএনজিটিকে ধাক্কা দেয়। ঘটনায় সিএনজি'র সামনের দিকে দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি প্রধান সড়কের মাঝ বরাবর উল্টে যায়। এতে সিএনজিচালক মো. সোলেমান (৩৫) গুরুতর আহত হন এবং বাসের ২৫ জন যাত্রী আহত হন। গুরুতর অবস্থায় সিএনজিচালককে চিকিৎসার জন্য প্রথমে চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান মিশন হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে দুপুর ১২ টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

চন্দ্রঘোনা থানা অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

তিনি জানান, কাপ্তাই জোনের বাঙালহালিয়া সেনাবাহিনী ও কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যাত্রীদের উদ্ধার করেন। পরে চন্দ্রঘোনা থানা পুলিশ এর সদস্যরাও উদ্ধার কার্যক্রমে সহায়তা করেন।

বিজয় ধর/টিপু

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়