ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

প্রথম ধাপে ২৮ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:০৮, ২৩ নভেম্বর ২০২০  
প্রথম ধাপে ২৮ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচন

প্রথম ধাপে হবিগঞ্জ জেলার ৬টি পৌরসভার মধ্যে শায়েস্তাগঞ্জসহ দেশের ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণের দিন রেখে তফসিল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

 রোববার (২২ নভেম্বর) বিকালে এ তফসিল ঘোষণা করেন ইসি’র জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর।

সচিব জানান, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে। প্রথম ধাপে ভোট দেওয়ার সুযোগ পাওয়ায় শায়েস্তাগঞ্জ পৌরসভার ভোটারদের আনন্দ উল্লাস শুরু হয়েছে। প্রার্থীরাও আনন্দিত।

জানা গেছে, ১৯৯৮ সালে শায়েস্তাগঞ্জ পৌরসভার যাত্রা শুরু। এ পৌরসভা গঠন করার পর একটি উপ-নির্বাচন ও ৪টি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে প্রথম নির্বাচনে আওয়ামী লীগ নেতা আব্দুর রেজ্জাক রাজা মিয়া, দ্বিতীয় নির্বাচনে জাপা নেতা বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব জাহির আহমেদ ময়না মিয়া, উপ ও তৃতীয় পৌর নির্বাচনে বিএনপি নেতা এমএফ আহমেদ অলি, চতুর্থ নির্বাচনে আওয়ামী লীগ নেতা মো. ছালেক মিয়া মেয়র নির্বাচিত হন।
সর্বশেষ ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। এ হিসেবে চলতি বছরের ২৮ ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, নবীগঞ্জ, চুনারুঘাট, মাধবপুর, আজমিরীগঞ্জ নিয়ে জেলায় মোট ৬টি পৌরসভা রয়েছে। এর মধ্যে ৫টিতে ভোট হয়ে আসছে। মামলার জন্য আজমিরীগঞ্জ পৌরসভায় নির্বাচন স্থগিত আছে। প্রশাসকের মাধ্যমে চলছে কার্যক্রম।

এখানে বাকি ৪টি পৌরসভায় নির্বাচনী আমেজ তেমন একটা না থাকলেও শায়েস্তাগঞ্জ পৌরসভায় আগাম নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়