ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২৩ নভেম্বর ২০২০   আপডেট: ১৫:০৪, ২৩ নভেম্বর ২০২০
কুড়িগ্রাম সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার বাঁশজানি সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করার সময় জহুরুল ইসলাম (৫০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরী বাহিনী বিএসএফ।

সোমবার (২৩ নভেম্বর) ভোরে বিএসএফের দীঘলটারী বিওপির টহল দল তাকে আটক করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রামের ২২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জামাল উদ্দিন।

আটক জহুরুল দণি বাঁশজানি গ্রামের মৃত. নুরুল ইসলামের ছেলে।

বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, জহুরুল ইসলাম ও তার সঙ্গীয় কয়েকজন কাঁটাতারের বেড়া না থাকায় আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৫-এর ৭ এস সাব-পিলারের পার্শ্ববর্তী এলাকা দিয়ে ভোরে অবৈধভাবে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন। এরপর সেখান থেকে গরুসহ বাংলাদেশে ফেরার সময় ভারতের কুচবিহার জেলার দিনহাটা বিএসএফের দীঘলটারী বিওপির টহল দল তাদের ধাওয়া করে। এ সময় তারা জহুরুল ইসলামকে আটক করলেও অন্যরা পালিয়ে আসে।

পুরো ঘটনা জানার জন্য বিএসএফের কাছে কোম্পানি কমান্ডার পর্যায়ে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান এই কর্মকর্তা।

বাদশাহ/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়