ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

মদন পৌর নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু

নেত্রকোনা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ২৩ নভেম্বর ২০২০   আপডেট: ১৫:০৯, ২৩ নভেম্বর ২০২০
মদন পৌর নির্বাচনে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ শুরু

নেত্রকোনার হাওর উপজেলা মদন পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।  নির্বাচনকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ।

নেত্রকোনা জেলায় সদরসহ ১০টি উপজেলা রয়েছে।  তার মধ্যে পৌরসভা রয়েছে ৫টি।  এগুলো হচ্ছে নেত্রকোনা সদর, দুর্গাপুর, কেন্দুয়া, মদন ও মোহনগঞ্জ পৌরসভা।

গত ২২ নভেম্বর ঘোষিত নির্বাচনের তফসিলে বলা হয়েছে, ১ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, ৩ ডিসেম্বর মনোনয়ন বাছাইয়ের শেষ দিন, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ১০ ডিসেম্বর এবং ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ।

এদিকে মদন পৌরসভার মোট ভোটার রয়েছে ১২ হাজার ৮৩০জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৩১৯ এবং নারী ভোটার ৬ হাজার ৫১১জন। তবে নতুন তালিকায় ভোটার সংখ্যা আরো বাড়তে পারে বলে জানায় মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা।

মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলাম ইসলাম জানান, আজ (২৩ নভেম্বর) থেকে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন।  তবে এখন পর্যন্ত কেউ মনোনয়নপত্র জমা দেননি।  এবারে ইভিএম এর মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

মেয়র নির্বাচনে মদন পৌরসভার মনোনয়ন প্রত্যাশীরা হচ্ছেন- আওয়ামী লীগ থেকে মদন পৌর আওয়ামী লীগের সভাপতি সুরজিৎ বৈশ্য, বর্তমান মেয়র উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আব্দুল মন্নান শামীম, মদন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিমান কুমার বৈশ্য, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক নেতা মো. সাইফ।  বিএনপি থেকে মদন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মো. এনামুল হক, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মশফিকুর রহমান বাচ্চু।  এ ছাড়াও স্বতন্ত্র থেকে রয়েছেন সাবেক পৌর মেয়র দেওয়ান মোদাচ্ছের হোসেন শফিক।

স্থানীয় সাধারণ ভোটাররা জানিয়েছেন, পৌর নির্বচনকে ঘিরে শহরে পোস্টার-ব্যানার ছেয়ে গেছে।  তফসিল ঘোষণার আগে মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় উঠান বৈঠকসহ বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালিয়ে গেলেও তফসিল ঘোষণার পর এখন আর দেখা যাচ্ছেনা।  এখন তারা মনোনয়ন পাওয়ার লবিং নিয়ে ব্যাস্ত। 

তবে প্রচার প্রচারণায় এখন পর্যন্ত অভিযোগের খবর পাওয়া যায়নি।  নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি রয়েছে বলে জানান উপজেলা নির্বাচন কর্মকর্তা।

দেবল/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়