ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

পদ্মায় ধরা পড়লো ২৯ কেজির বাঘাইড় 

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৮, ২৩ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:৫১, ২৩ নভেম্বর ২০২০
পদ্মায় ধরা পড়লো ২৯ কেজির বাঘাইড় 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়াঘাট এলাকার পদ্মা নদীতে বিশালাকৃতি একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। পরে সেটি প্রায় সাড়ে ৩০ হাজার টাকা বিক্রি হয়েছে।

আজ সোমবার (২৩ নভেম্বর) ভোরে দৌলতদিয়ার ৬নং ফেরি ঘাটের অদূরে জেলে জয়নাল হালদারের জালে ২৯ কেজি ওজনের মাছটি ধরা পড়ে।

জেলে জয়নাল হালদার বলেন, প্রতিদিনের মতো রোববার (২২ নভেম্বর) রাতে সহযোগীদের নিয়ে পদ্মা নদীতে মাছ শিকার করতে যান। ভোরে জাল তুলতেই মাছটি ধরা পড়ে। মাছটি দৌলতদিয়া ঘাটের মৎস্য আড়তে নিয়ে আসেন তিনি। সেখানে স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা নিলামে সর্বোচ্চ দরে মাছটি কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি দৌলতদিয়ার মকু মোল্লার আড়ৎ থেকে ১০৫০ টাকা কেজি দরে ৩০ হাজার ৪৫০ টাকায় কিনেছেন। ঢাকার এক ব্যবসায়ীর সঙ্গে ফোনে কথা হয়েছে, মাছটি তিনি ৩৫ হাজার টাকায় বিক্রির আশা করছেন।

ইতিমধ্যে মাছটি কেনার জন্য কয়েক জায়গা থেকে ফোন এসেছে বলে জানান চান্দু মোল্লা।
 

সরোয়ার/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়