RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৭ ১৪২৭ ||  ০৬ জমাদিউস সানি ১৪৪২

মাগুরায় আ.লীগ-বিএনপি নেতাদের বিরল সমঝোতা

মাগুরা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৭, ২৪ নভেম্বর ২০২০   আপডেট: ১০:০৯, ২৪ নভেম্বর ২০২০
মাগুরায় আ.লীগ-বিএনপি নেতাদের বিরল সমঝোতা

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে মাগুরা শহরের প্রবেশদ্বার ভায়না মোড়ে নির্মিতব্য বিজয়স্তম্ভের নকশা চূড়ান্তে স্থানীয় আওয়ামী লীগ-বিএনপি ও জাপা নেতাদের মধ্যে বিরল সমঝোতা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) রাতে জেলা পরিষদ মিলনায়তনে আওয়ামী লীগ-বিএনপিসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীরা একই মঞ্চে উপস্থিত হয়ে ঐক্যমতের ভিত্তিতে এই নকশা চূড়ান্ত করেন।

সভায় মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর জানান, এ নকশায় ৭ টি স্তম্ভের মাধ্যমে ৭ বীর শ্রেষ্ঠ, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ও ৭ ডিসেম্বর মাগুরা মুক্ত দিবসের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে। প্রকৌশলী শরিফউদ্দিন আহমেদ এ নকশার রূপকার।

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, মুন্সি রেজাউল হক, সাবেক জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ শরিফুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ কামরুজ্জামান চাঁদ, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব আক্তার হোসেন, যুগ্ম-আহবায়ক আহসান হাবিব কিশোর, জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট রতন কুমার মিত্র, জেলা জাসদের সভাপতি সমির চক্রবর্তী, জেলা জাতীয় পার্টি (শেখ শহীদ) সভাপতি ফতে আলী টিপু, জেলা যুবলীগ আহবায়ক ফজলুর রহমান, আইটি বিশেষজ্ঞ সোহেল রানাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

এসময় বক্তারা জেলার বৃহত্তর স্বার্থে সব দলের নেতাকর্মীদের ঐক্যমতের পৌঁছানোর বিষয়টিকে ইতিবাচক হিসাবে উল্লেখ করেন।  পাশপাশি বিষয়টির সমন্বয় করার জন্য সাইফুজ্জামান শিখর এমপিকে ধন্যবাদ জানান।

শাহীন/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়