ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘নিয়ম না মানলে ফার্মেসি বন্ধ’

নীলফামারী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ২৪ নভেম্বর ২০২০   আপডেট: ১৭:৩৪, ২৪ নভেম্বর ২০২০
‘নিয়ম না মানলে ফার্মেসি বন্ধ’

ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান বলেছেন, ‘যত্রতত্র ওষুধ বিক্রি বন্ধ করতে প্রয়োজনীয় কাজ শুরু করেছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। যথাযথ নিয়ম অনুসারে ফার্মেসি পরিচালিত না হলে সেগুলো বন্ধ করে দেওয়া হবে।’ 

মঙ্গলবার (২৪ নভেম্বর) নীলফামারীতে চারটি ফার্মেসিকে মডেল ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে প্রতিটি জেলা ও উপজেলা শহরে একটি করে মডেল ফার্মেসি স্থাপন করা হচ্ছে।’

নীলফামারীতে চারটি ওষুধ বিক্রিকারী প্রতিষ্ঠানকে মডেল হিসেবে ঘোষণা করা হয়েছে। এরমধ্যে একটি ‘মডেল ফার্মেসি’ ও তিনটি ‘মডেল মেডিসিন শপ’ রয়েছে।

শহরের বাটার মোড়ের ‘সৈকত ফার্মেসি’কে মডেল ফার্মেসি এবং বড় বাজার এলাকার রাশেদ, জামান ও করিম ফার্মেসি মডেল মেডিসিন শপ হিসেবে ঘোষিত হয়েছে।

জেলা ড্রাগ এ্যান্ড কেমিস্ট অ‌্যাসোসিয়েশনের সভাপতি মোস্তাফিজুর রহমান সবুজ জানান, জেলায় প্রায় দেড় হাজার ফার্মেসি রয়েছে। এরমধ্যে এক হাজার নিবন্ধিত এবং বাকিগুলো প্রক্রিয়াধীন।

সিথুন/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়