ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

হবিগঞ্জে অনিয়মের দায়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৪:১৬, ২৫ নভেম্বর ২০২০   আপডেট: ০৪:১৭, ২৫ নভেম্বর ২০২০
হবিগঞ্জে অনিয়মের দায়ে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

হবিগঞ্জে নানান অনিয়মের দায়ে বেশকিছু প্রতিষ্ঠান ও ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ নভেম্বর) শহরের সিভিল সার্জন কার্যালয়ের পাশে নিউ লাইফ ফিজিওথেরাপী এন্ড রিহেবিলিটেশন সেন্টারকে এক লাখ জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

ডাক্তার পদবী না থাকা সত্ত্বেও তা ব্যবহার করে সাইনবোর্ড ও ঘষামাজা মূল্যতালিকা প্রদর্শন, ল্যাবটেস্ট যথাযথভাবে সম্পন্ন না করা এবং দায়িত্বশীল মেডিক্যাল প্র্যাক্টিশনারের অনুপস্থিতি ইত্যাদি অভিযোগে দায়ে ওই অর্থদন্ড প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিব দাশ পুরকায়স্থ ও শামসুদ্দিন মো: রেজা অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

জেলা প্রশাসনের মিডিয়া সেন্টারের দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সাঈদ মোহাম্মদ ইব্রাহিম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শহরের রাজনগর এলাকায় হবিগঞ্জ উন্নয়ন সংস্থার কার্যালয়ের বিপরীতে বালু ও পাথর রেখে রাস্তায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট নগরীর বিভিন্ন স্থানে অবৈধ রেজিস্ট্রেশনবিহীন টমটম চালনা, মাস্ক পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বোঝাই এবং সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় দুই মামলায় ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। একই সাথে ঘাটিয়াবাজারে ছিটঘরকে কাপড় পরিমাপে মিটারস্কেল ব্যবহার না করায় ৫০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়।

মামুন চৌধুরী/নাসিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়