ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

মুকসুদপুরে সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু 

গোপালগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ২৬ নভেম্বর ২০২০   আপডেট: ১০:২৫, ২৬ নভেম্বর ২০২০
মুকসুদপুরে সংঘর্ষের ঘটনায় আহত আরও একজনের মৃত্যু 

গোপালগ‌ঞ্জের মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আহত সাহিদ মোল্যা (৪০) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়ালো তিনজনে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাহিদ মোল্যার মৃত্যু হয়।

মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ তদন্ত পুলিশ কেন্দ্রে পরিদর্শক আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামের মৃত করিম মোল্যার ছেলে সাহিদ মোল্যা (৪০), একই গ্রামের মৃত জলিল শেখের ছেলে কালাম শেখ (২৫) এবং একই ইউনিয়নের দাসের কান্দি গ্রামের মসলেম ফকিরের ছেলে কালাই ফকির (৪৫)।

পরিদর্শক আবুল বাশার জানান, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে রাঘদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন ও সাবেক চেয়ারম্যান সাহিদুর রহমান টুটুলের মধ্যে বিরোধি চলে আসছিল।

এর জের ধরে গত সোমবার (২৩ নভেম্বর) সকালে রাঘদী ইউনিয়নের শ্রীযুতপুর গ্রামে ওই দুইজনের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ২১ জন আহত হন।

ওইদিন গুরুতর আহত কালাম শেখকে রাজৈর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। পরে মারাত্মক আহতাবস্থায় সহিদ মোল্যাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ও কালাই ফকিরকে ফরিদপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোরে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে সহিদ ও বুধবার (২৫ নভেম্বর) বিকালে ফরিদপুর মেডিক‌্যাল কলেজ হাসপাতালে কালাই মারা যান। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের হায়নি।

এ ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাদল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়