ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ধানের সঙ্গে এ কেমন শত্রুতা 

মেহেরপুর সংবাদদাতা   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৫, ২৬ নভেম্বর ২০২০   আপডেট: ১২:১৮, ২৬ নভেম্বর ২০২০
ধানের সঙ্গে এ কেমন শত্রুতা 

পোড়া ধানের পালার পাশে কৃষক বাবু গাজী

মেহেরপুরের মুজিবনগর উপজেলার মোনাখালী ইউনিয়নের রশিকপুর গ্রামের গরীব কৃষক বাবু গাজীর প্রায় এক বিঘা জমির ধান পুড়িয়ে দিয়েছে দুষ্কৃতকারীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে মাঠে গিয়ে এ দৃশ্য দেখে কৃষক বাবু গাজী কান্নায় ভেঙে পড়েন।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় দুষ্কৃতকারীরা ওই ধান পুড়িয়ে দেয়।

মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান জানান, রশিকপুর গ্রামের মৃত কাদের গাজীর ছেলে গরিব কৃষক বাবু গাজী ধার দেনা করে গ্রামের পাশে গাঁয়ের কোল নামক মাঠে ১৮ কাঠা জমিতে ধান চাষ করেন। গতকাল বুধবার ওই জমির ধান কেটে জমিতেই পালা দিয়ে রেখে আসেন। বৃহস্পতিবার ধান মাড়াই ঘরে তোলার কথা ছিলো।

কিন্তু এদিন সকালে কৃষক বাবু গাজী মাঠে গিয়ে দেখতে পান কে বা কারা রাতের আঁধারে তার ধান আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।

বাবু গাজীর উদ্ধৃতি দিয়ে ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান আরও জানান, এতে তার প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাশেম জানান, খবর পেয়ে মাঠে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হলে দুষ্কৃতিকারীদের আটক করে আইনের আওতায় আনা হবে।

মহাসিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়