RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৩ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৯ ১৪২৭ ||  ০৭ জমাদিউস সানি ১৪৪২

রাতের অন্ধকারে সেতু খুঁজে পাওয়া দায় 

কলেজ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৪, ২৬ নভেম্বর ২০২০  
রাতের অন্ধকারে সেতু খুঁজে পাওয়া দায় 

মাদারীপুরের কালকিনি উপজেলার খাসেরহাটে আড়িয়াল খাঁ নদীর উপর অবস্থিত শেখ লুৎফর রহমান সেতু৷ প্রায় ৮৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় ৬৮৬.৭৫ মিটার দীর্ঘ এ সেতুটি। রাতের বেলায় আলোর অভাবে দূর থেকে সেতুটি খুঁজে পাওয়া যেন অসম্ভব প্রায়।

পুরো সেতুতে সৌরবিদ্যুতের ৭৬টি লাইটের ব্যবস্থা করা হলেও বর্তমানে দু’একটি লাইট জ্বলছে খুব কষ্টে। রাতের অন্ধকারে গাড়ির লাইটের আলোতে আলোকিত হয় সেতুর আশপাশ। এ অবস্থায় যাতায়াতে প্রাণ হারানোসহ অসামাজিক কার্যকলাপ ও ছিনতাই হওয়ার সম্ভাবনা রয়েছে।

বর্তমান প্রেক্ষাপটে তরুণ সমাজে বেড়েই চলেছে মাদক সেবন, ছিনতাই ও ধর্ষণের মতো নানা ধরনের অপকর্ম। এমন নির্জন স্থানে হরহামেশাই এই অপকর্মগুলো ঘটতে দেখা যায়। 

পথচারী সাজাহান বলেন, ‘আমরা স্থানীয় নই, কিন্তু মাঝে মাঝে এখান দিয়ে যাই। ভয় করে। সেতুটি দেখতে সুন্দর, কিন্তু লাইট না থাকলে কেমনে দেখবো?’

স্থানীয় বাসিন্দা রিনা বলেন, ‘মেয়েদের জন্য রাতে চলাচলে অনেক সমস্যা। আমরা রাতের বেলা এখান দিয়ে না যেতে পারলে যাই না। ’

একজন গাড়ির ড্রাইভার বলেন, ‘বেশি রাতে সেতু খুঁজে পাওয়া যায় না। এসময় দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ’ 

উল্লেখ্য, ২০১৮ সালের ১১ অক্টোবর গণভবন থেকে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেতুটি মাদারীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় বাস্তবায়ন করা হয়েছে।

মাদারীপুর/সেফু/মাহি 

সর্বশেষ

পাঠকপ্রিয়