ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

আগের ভাড়ায় ফিরছে গাজীপুরের ছাত্রাবাস

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৯, ২৬ নভেম্বর ২০২০  
আগের ভাড়ায় ফিরছে গাজীপুরের ছাত্রাবাস

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের সময় গাজীপুরে অবস্থিত ভূরুলিয়া এলাকার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) সংলগ্ন ছাত্রবাসের ভাড়া অর্ধেক করা হয়েছিল।

১ ডিসেম্বর থেকে সেই ভাড়ার স্থলে আবারও পূর্ণ ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছাত্রবাস বাড়ির মালিক সংগঠন।

বুধবার (২৫ নভেম্বর) রাতে ভূরুলিয়ার সোনার তরী কমিউনিটি সেন্টারে ওই সংগঠনের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।ছাত্রবাস বাড়ির মালিক সংগঠনের প্রধান সমন্বয়ক মো. নাজমুল আলম এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে নাজমুল আলম বলেন, ‘আমরা যারা বাড়ি ভাড়া থেকে উপার্জন করি করোনাকালে আমাদের অবস্থাও শোচনীয়। মানবতার দিক বিবেচনা করে ছাত্র-ছাত্রীদের (ভাড়াটিয়া) কাছ থেকে গত আট মাস ধরে অর্ধেক ভাড়া গ্রহণ করে আসছি। অথচ গ্যাস, বিদ্যুৎ, পানির বিল, সিটি করপোরেশনের ট‌্যাক্স, ব্যাংক লোন ইত্যাদি কোনটিও কমেনি। তাছাড়া, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদিসহ ছেলে মেয়েদের লেখাপড়ার খরচ বহন করা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। এমতাবস্থায় সংগঠনের সভায় আগামী ১ ডিসেম্বর থেকে ছাত্রবাসের পূর্ণভাড়া নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

গাজীপুর/হাসমত/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়