RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৩ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৯ ১৪২৭ ||  ০৮ জমাদিউস সানি ১৪৪২

পদ্মা সেতুতে বসলো ৩৯তম স্প্যান, দৃশ্যমান ৫ হাজার ৮৫০ মিটার

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৫, ২৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:২১, ২৭ নভেম্বর ২০২০
পদ্মা সেতুতে বসলো ৩৯তম স্প্যান, দৃশ্যমান ৫ হাজার ৮৫০ মিটার

পদ্মা সেতুতে ৩৯তম স্প্যান বসানোর কাজ শেষ হয়েছে। এর ফলে সেতুর ৫ হাজার ৮৫০ মিটার দৃশ্যমান হলো।

শুক্রবার (২৭ নভেম্বর) বেলা ১২টা ২০ মিনিটে ‘টু-ডি' নামের স্প্যানটি মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সেতুর ১০ ও ১১ পিয়ারের ওপর স্থাপন করা সম্পন্ন হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূলসেতু) দেওয়ান মো. আব্দুর কাদের।

নির্বাহী প্রকৌশলী জানান, আবহাওয়া অনুকূলে থাকায় ও কারিগরি জটিলতা না দেখা দেওয়াতে আজ বেলা ১২টা ২০ মিনিটে ‘টু-ডি' নামের স্প্যানটি স্থাপন করা হয়। এর ফলে সেতুর ৫ হাজার ৮৫০ মিটার দৃশ‌্যমান হয়েছে।

স্প‌্যানটি সেতুর মুন্সীগঞ্জের মাওয়া অংশে ১০ ও ১১ নম্বর পিয়ারে বসানো হয়েছে। এই স্প‌্যান বসানোর ফলে চলতি নভেম্বর মাসে (এক মাসে) সেতুতে মোট ৪টি স্প্যান বাসানোর কাজ সম্ভব হলো।

নির্বাহী প্রকৌশলী আরও জানান, এই স্প্যান বসানোর ফলে পদ্মা সেতুর মোট ৪১টি স্প্যানের মধ্যে বসতে বাকি থাকলো আর মাত্র দুইটি স্প্যান।
 

রতন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়