ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২৪

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪১, ২৭ নভেম্বর ২০২০   আপডেট: ১৩:৫৯, ২৭ নভেম্বর ২০২০
জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ গ্রেপ্তার ২৪

কিশোরগঞ্জে করিমগঞ্জ থানাধীন সাদকখালী এলাকা থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ টাকাসহ ২৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টায় র‌্যাব-১৪,সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এসময় তাদের কাছ থেকে নগদ তিন লাখ চৌত্রিশ হাজার চারশ দশ টাকা, ২০টি নন পয়েন্টেড ডার্টস, ১০টি কাঠের টুকরা, ১টি ওয়ান টু টেন বোর্ড, ১টি ওয়ান টু টেন প্যানা এবং ১ বান্ডিল তাস জব্দ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন—ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মৃত শাহ নেওয়াজের ছেলে আলাল (৪৫),দত্তপাড়া এলাকার মৃত আ. মান্নানের ছেলে নিজাম উদ্দিন (৪৮), আঠারোবাড়ি এলাকার মো. আ. হামিদের ছেলে মো. হাবিবুর রহমান (৫৫), নান্দাইল থানার মৃত আ. বসিরের ছেলে আবু সাঈদ (৬১), মৃত সাহেদ আলীর ছেলে শহিদুল্লাহ (৬০), ধরগাও এলাকার নূরুল ইসলামের ছেলে মো. দুলাল মিয়া (৫২), ব্রাহ্মণবাড়িয়া উপজেলার বাদুস্বর এলাকার শাহজাহানের ছেলে ইয়াসিন (৩৯), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার গন্দা এলাকার মৃত বাহার উদ্দিনের ছেলে জিয়াউর রহমান(৪২), কিশোরগঞ্জ জেলার পুলেরঘাট এলাকার ওয়াসীম উদ্দিনের ছেলে আলম (৩৫), বত্রিশ এলাকার মৃত শামছুদ্দিনের ছেলে মো. শহিদুল ইসলাম (৪৮), তারাপাশা এলাকার মৃত শফিকুর রহমানের ছেলে শাহজাহান (৫০), মৃত আবু বকরের ছেলে আতিক (৪৭), ধনাইল এলাকার মৃত ইব্রাহিমের ছেলে আবু সাঈদ (৪৫), গোপাল পালের ছেলে সুমন পাল (৩৮), মহিনন্দ এলাকার মৃত রুকন উদ্দিনের ছেলে জুলহাস (৫০), রথখোলা এলাকার নূরুল ইসলামের ছেলে নূরুজ্জামান (৪৫), বত্রিশ জেলা স্মরণী এলাকার মৃত প্রমোধ সরকারের ছেলে প্রিয়তোষ সরকার (৪৬), কটিয়াদি থানার মৃত আবু তাহেরর ছেলে সুহেল (৩২), বাজিতপুর থানার মৃত মনিন্দ্র চন্দ্র দাসের ছেলে লিটন দাস (৪৮), হোসেনপুর থানার আফছার উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪০), করিমগঞ্জ থানার সিদলারপাড় এলাকার মৃত নান্নু খার ছেলে আবু বকর (৫৯), বাঁশহাটি এলাকার মো. আ. রাজ্জাকের ছেলে দ্বীন ইসলাম (৩০), উত্তরপাড়া এলাকার মো. শুক্কুর মাহমুদের ছেলে সুরুজ আলী (২৭)  এবং নোয়াকান্দি এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে গোলাম মিয়া (৫০)।

কোম্পানি কমান্ডার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে কিশোরগঞ্জ জেলার কমিরগঞ্জ থানাধীন সাদকখালী এলাকায় একটি পরিত্যক্ত ঘরের ভিতর টাকার বিনিময়ে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে জুয়া খেলার কথা স্বীকার করেছেন।

পরে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অর্ণব দত্ত তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের দোষী সাব্যস্ত করেন। সেখানে ২২ আসামিকে বিশ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই আসামিকে একশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

রুমন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়