RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৭ ১৪২৭ ||  ০৬ জমাদিউস সানি ১৪৪২

করোনা: সিলেটে ১ দিনে আক্রান্ত ৩৮ জন, সুস্থ ৩০

নিজস্ব প্রতিবেদক, সিলেট  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৩, ২৭ নভেম্বর ২০২০  
করোনা: সিলেটে ১ দিনে আক্রান্ত ৩৮ জন, সুস্থ ৩০

সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে নতুন আক্রান্ত হয়েছেন ৩৮ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্ত হলেন ১৪ হাজার ৫৩৬ জন। আর এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২৪৩ জনের।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিট-১৯ সম্পর্কিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের চার জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩০ জন; এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২১ জন।

বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় ৮ হাজার ৩৬৫ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৪৫৯ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৮৮৮ জন এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ৮২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ১৮০ জন, সুনামগঞ্জ জেলায় ২৫ জন, হবিগঞ্জ জেলায় ১৬ জন এবং মৌলভীবাজার জেলায় ২২ জন মারা গেছেন।

এখন পর্যন্ত সুস্থ হওয়াদের মধ্যে সর্বোচ্চ সিলেট জেলার ৭ হাজার ৬৪৪ জন। এছাড়াও সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৪০৫ জন, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৫৫৯ জন এবং মৌলভীবাজার জেলায় ১ হাজার ৭১৩ জন সুস্থ হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ৫ এপ্রিল সিলেট জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর ১৫ এপ্রিল প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। বর্তমানে সিলেটে দুটি আরটি-পিসিআর ল্যাবে করোনা নমুনা পরীক্ষা করা হচ্ছে।

নোমান/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়