ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

চিনিকল চালু রাখার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন 

পঞ্চগড় সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩১, ২৮ নভেম্বর ২০২০  
চিনিকল চালু রাখার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন 

চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাদ দিয়ে আসন্ন মাড়াই মৌসুমে পঞ্চগড় চিনিকলসহ দেশের ১৫টি চিনিকল চালু রাখার দাবি জানিয়েছেন আখ চাষি, শ্রমিক ও কল কর্মচারীরা।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে পঞ্চগড় চিনিকল এলাকায় ঢাকা-পঞ্চগড় সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধনে এ দাবি জানান তারা। পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়ন ও পঞ্চগড় চিনিকল কেন্দ্রীয় আখচাষি সমিতি যৌথভাবে এ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদশ চিনিকল শ্রমিক কর্মচারী ফেডারশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক, পঞ্চগড় চিনিকল শ্রমিক ইউনিয়নের  সাধারণ সম্পাদক আব্দুর রহিম, পঞ্চগড় চিনিকল কেন্দ্রীয় আখচাষি সমিতির সভাপতি আব্দুল আজিজ প্রমুখ। 

বক্তারা বলেন, পঞ্চগড়ের একমাত্র ভারি শিল্পপ্রতিষ্ঠান পঞ্চগড় চিনিকল বন্ধ করার প্রক্রিয়া বাতিল করে চাষিদের আখের বকেয়া পাওনা ও কর্মচারীদের বকেয়া বেতন পরিশাধ করে আসন্ন আখ মাড়াই মৌসুমে চিনিকল চালু রাখতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন। 

নাঈম/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়