RisingBD Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৩ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৯ ১৪২৭ ||  ০৮ জমাদিউস সানি ১৪৪২

আর দেশে ফেরা হলো না গফুরের

নিজস্ব সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২০, ২৮ নভেম্বর ২০২০   আপডেট: ১৯:২৮, ২৮ নভেম্বর ২০২০
আর দেশে ফেরা হলো না গফুরের

সংযুক্ত আরব আমিরাতের শারজা শহরে সড়ক দুর্ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাসিন্দা হাজী আব্দুল গফুর নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) নিহতের ভাই হাজী আব্দুস সাত্তার এর সত্যতা নিশ্চিত করেন।

শুক্রবার (২৭ নভেম্বর) দিবাগত সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল গফুর চুনারুঘাট উপজেলার কালীশিড়ি গ্রামের মরহুম আব্দুল খালেকের ছেলে।

আব্দুল গফুর শারজা শহরে বাসা থেকে বের হয়ে দোকানে যাচ্ছিলেন। পথে একটি দ্রুতগতির গাড়ির ধাক্কায় তিনি মারা যান। দেশে স্বজনরা তার লাশের অপেক্ষায় আছেন।

ভাই হাজী আব্দুস সাত্তার বলেন, প্রায় ৩০ বছর ধরে শারজায় থাকেন আব্দুল গফুর। আড়াই বছর আগে তিনি ছুটিতে এসেছিলেন। আগামী ১৫ দিনের মধ্যে আবারও ছুটিতে আসার কথা ছিল। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। 

গত ৫ নভেম্বর আব্দুল গফুর ফেসবুক পেজে স্ট্যাটাস দেন। যাতে তিনি লেখেন- ‘আগামী এক মাস পর আমি একেবারে দেশে চলে আসবো। আমার জন্য সবাই দোয়া করবেন। কারো কাছে কোনো ভুল-ত্রুটি করে থাকলে ক্ষমা করে দেবেন।’

মামুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়