ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ইউএনও যখন আম্পায়ার

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২৮ নভেম্বর ২০২০  
ইউএনও যখন আম্পায়ার

আম্পায়ারের দায়িত্ব পালনরত ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে টি-২০ ক্রিকেট লীগের ফাইনাল খেলার আয়োজন করে কলপাড়া উপজেলা ক্রীড়া সংস্থা। খেলায় প্রধান অতিথি করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুলকে। তবে খেলার একপর্যায়ে তাকে দেখা যায় আম্পায়ারের ভূমিকায়।  

ইউএনও আবু হাসনাত মোহাম্মদ শহিদুল শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে খেলায় উপস্থিত হন। তাকে বরণ করে শুরু হয় খেলা। খেলায় রহমতপুর ইলেভেন স্টার একাদশ ও রোজ একাদশ অংশ নেয়। ৫ ওভার খেলা শেষে আয়োজকদের অনুরোধক্রমে আম্পায়ারের দায়িত্ব পালনে ইউএনও নিজেই মাঠে নেমে পড়েন। খেলা শেষ হওয়া অবধি দায়িত্ব পালন করেন তিনি।  

খেলায় রহমতপুর ইলেভেন স্টার একাদশ ৪৯ রানে জয়লাভ করে। ফাইনালে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন রহমতপুর ইলেভেন স্টারের ওসান। খেলায় অংশ নেওয়া প্রত্যেককে জাতির জনকের লোগো সম্বলিত মেডেল উপহার দেওয়া হয়।

খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা, খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুর রহিম।

এছাড়াও উপজেলার সাবেক ক্রিকেটার বিল্লাল খান কাবুল, সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার মো. মাসুম খান, কল্লোল বিশ্বাস, কলাপাড়া পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক খালিদ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়