RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৭ ১৪২৭ ||  ০৬ জমাদিউস সানি ১৪৪২

হিলিতে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

হিলি (দিনাজপুর) সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৮, ২৯ নভেম্বর ২০২০   আপডেট: ০৮:৪৯, ২৯ নভেম্বর ২০২০
হিলিতে ফেনসিডিলসহ স্বামী-স্ত্রী আটক

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী অভিযানে ৬৪ বোতল ও খালি ৪৭ বোতল ফেনসিডিলসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাত ৯টায় হিলির মধ‍্যবাসুদেবপুর মঞ্জু মিয়ার বাড়ি থেকে ফেনসিডিলসহ তাদের আটক করে পুলিশ।

বিষয়টি জানিয়েছেন হাকিমপুর (হিলি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ।

আটকরা হলেন— হিলির মধ‍্যবাসুদেবপুরের ভুট্ট মিয়ার ছেলে জসিম মিয়া (২৮) ও তার স্ত্রী মিম বেগম (মালা) (২৫)।

ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, শনিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে মধ‍্যবাসুদেবপুর মঞ্জু মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চালিয়ে মালা ও তার স্বামী জসিমকে ৬৪ বোতল ও খালি ৪৭ বোতল ফেনসিডিলসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

আটক দম্পতির বিরুদ্ধে প্রচলিত মাদক দ্রব‍্য আইনে মামলা করে রোববার সকালে দিনাজপুর জেলহাজতে পাঠানো হবে।

মোসলেম/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়