ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘শীতে কদিন হারা খুবি কষ্টে ছিনু’

দিনাজপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৬, ২৯ নভেম্বর ২০২০   আপডেট: ১০:০৮, ২৯ নভেম্বর ২০২০
‘শীতে কদিন হারা খুবি কষ্টে ছিনু’

‘শীতে ক’দিন ধরে হারা খুবি কষ্টে ছিনু। আজ চেয়ারম্যান হামাক কম্বল দিলি, এখন আর হামার শীত নাগবে না।’

শীতে কম্বল পেয়ে হিলির মিলীতা বুরমু রাইজিংবিডিকে এ কথা বলেন। শুধু মিলীতা বুরমু নয়, তার মতো অনেকের পাশেই শীতবস্ত্র নিয়ে পাশে দাঁড়িয়েছেন হিলির হাকিমপুর উপজেলার চেয়ারম্যান হারুন উর রশীদ।

শনিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার চন্ডিপুর আদিবাসী পাড়ার হতদরিদ্র অসহায় নারী-পুরুষদের মাঝে কম্বল বিতরণ করেন তিনি।
রুবেল হাস্তা নামে একজন বলেন, ‘হামার ছাউ চেয়ারম্যান সাহেব দেখিছে, এতেই হারা খুশি।’

হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন বলেন, ‘এখন শীতের প্রকাপ অনেকটা বেড়েছে। অসহায় মানুষগুলো শীতে কাপছে। তাদের কষ্টের কথা ভেবে সরকারি বরাদ্দকৃত উপজেলা প্রশাসনের পক্ষে থেকে তাদের মাঝে কম্বল বিতরণ করেছি। আজ প্রায় ৬০ জনকে কম্বল দিয়েছি। আগামীতেও এ কার্যক্রম অব‌্যহত থাকবে।’

মোসলেম উদ্দিন/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়