টাঙ্গাইলে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত
টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

বেতন বৈষম্য নিরসনের দাবিতে সারাদেশের মতো টাঙ্গাইলেও অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা।
সোমবার (৩০ নভেম্বর) সকাল ১০টায় সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কাজ বাদ দিয়ে অবস্থান ধর্মঘট শুরু করেন তারা। গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে তারা আন্দোলন শুরু করেন।
টাঙ্গাইলে কর্মবিরতি চলাকালে বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. আব্দুল মোতালিব, স্বাস্থ্য সহকারী আলমগীর হোসেন, রিনা আক্তার, সাবিনা ইয়াছমিন, মেহেদী হাসান প্রমুখ। এ সময় স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক এবং স্বাস্থ্য সহকারীরা অংশ নেন।
বক্তারা বলেন, ‘আমাদের ন্যায্য দাবি ও ন্যায্য পাওনার জন্য এই কর্মবিরতি শুরু করেছি। সরকারের হাতকে শক্তিশালী করার জন্য আমাদের দক্ষতা প্রয়োজন। সেই লক্ষ্যে স্বাস্থ্য পরিদর্শক ১১তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ১২তম এবং স্বাস্থ্য সহকারীদের ১৩তম গ্রেড দিতে হবে।’
যতদিন দাবি মেনে না নেওয়া হবে, ততদিন এই আন্দোলন চলমান থাকবে বলে জানান বক্তারা।
কাওছার/বকুল