ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

হবিগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে মামলা-অর্থদণ্ড

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৮, ৩০ নভেম্বর ২০২০  
হবিগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে মামলা-অর্থদণ্ড

হবিগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে ও মাস্ক না পরার দায়ে ১৯টি মামলায় সাত হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (৩০ নবেম্বর) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

তিনি জানান, দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে জেলা শহরের বিসিক শিল্পনগরী এলাকাসহ বিভিন্ন স্থানে রেজিস্ট্রেশনবিহীন টমটম, মাস্ক পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বোঝাই করে অটোবাইকে চড়া, হেলমেট না পরা এবং সরকার প্রদত্ত স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এদিন ১৯টি মামলা করা হয় এবং সাত হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন হবিগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আনিছুর রহমান খান, সাঈদ মোহাম্মদ ইব্রাহীম ও প্রতীক মন্ডল।

মামুন চৌধুরী/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়