ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাহস থাকলে মাঠে নামুন : মামুনুল হককে নিক্সন চৌধুরী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ৩০ নভেম্বর ২০২০   আপডেট: ০৯:৫১, ১ ডিসেম্বর ২০২০
সাহস থাকলে মাঠে নামুন : মামুনুল হককে নিক্সন চৌধুরী

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করা হেফাজতে ইসলামীর নেতা মামুনুল হককে উদ্দেশ করে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ‘তেলাপোকাও পাখি, আর আপনিও মানুষ। সাহস থাকলে মাঠে নামেন। যুবলীগের সামনে আসেন।’ 

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন চত্বরে যুবলীগ চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর শাখার আয়োজনে কেন্দ্রীয় যুবলীগের নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম বদির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নিক্সন চৌধুরী মামুনুল হককে উদ্দেশ করে আরও বলেন, ‘কোন দেশের টাকা খাচ্ছেন, কী এজেন্ডা বাস্তবায়ন করতে চান- তা আমরা জানি। আপনাদের মোকাবিলা করতে যুবলীগই যথেষ্ট। সারা বাংলায় আপনারা যুবলীগকেও মোকাবিলা করার যোগ্যতা রাখেন না।’ 

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর ভাস্কর্য প্রতীকী কিছু নয়। বঙ্গবন্ধুর সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনা, দেশের স্বাধীনতার বিষয় জড়িত; দেশের কোটি কোটি মানুষের আবেগ-ভালোবাসা মিশ্রিত। যার বাবা মুক্তিযুদ্ধবিরোধী রাজাকার ছিলেন, তিনি বঙ্গবন্ধুর বিরোধিতা করবেন- এটা অস্বাভাবিক কিছু নয়।’ 

মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি বলেন, ‘ভাস্কর্য এবং মূর্তির প্রভেদ যারা বোঝে না, তাদের জ্ঞানের সীমাবদ্ধতা আমরা জানি। ভাস্কর্যকে ইস্যু বানিয়ে তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।’ 

নগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. রাশেদুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাফ হোসেন বাচ্চু, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, দক্ষিণ জেলা যুবলীগ সভাপতি আ ম ম টিপু সুলতান চৌধুরী প্রমুখ। 

রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়