ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

টাঙ্গাইলে সার ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ডিএই

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৬, ৩০ নভেম্বর ২০২০   আপডেট: ২১:৪০, ৩০ নভেম্বর ২০২০
টাঙ্গাইলে সার ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ডিএই

জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডটকম-এ সংবাদ প্রকাশের পর টাঙ্গাইলে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ডিলারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। 

সোমবার (৩০ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেলা শহরের তিন সার ব্যবসায়ীকে আর্থিক জরিমানা করা হয়েছে। 

এর মধ‌্যে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৬ ধারায় শহরের বেবীস্ট্যান্ডের সার ব্যবসায়ী তারেক ট্রেডার্সকে তিন হাজার টাকা, কাকলী এন্টারপ্রাইজ ও মনির এন্টারপ্রাইজকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইদুল ইসলাম। এ সময় উপজেলা কৃষি অফিসার মো. জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

কৃষি অফিসার মো. জিয়াউর রহমান বলেন, ‘রাইজিংবিডিতে সংবাদ প্রকাশের পর অধিক দামে সার বিক্রির বিষয়টি আমাদের নজরে আসে। আমরা তাৎক্ষণিক দুই ডিলারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। এছাড়া ভ্রাম‌্যমাণ আদালতের মাধ‌্যমে তিন ব্যসায়ীকে ২৩ হাজার টাকা আর্থিক জরিমানা করেছি। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’

এদিকে উপজেলা কৃষি অফিসার বেশি দামে সার বিক্রির দায়ে হারুন ট্রেডার্স ও মনির এন্টারপ্রাইজকে কারণ দর্শানোর চিঠি দিয়েছেন।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে দেয়া ঐ চিঠিতে আগামী দুই দিনের মধ্যে জবাব দেওয়ার জন্য বলা হয়েছে।

কাওছার/সনি

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়