ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

বিআরটিএ’র সহকারী পরিচালক আইয়ুব আনসারী কারাগারে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ৩০ নভেম্বর ২০২০  
বিআরটিএ’র সহকারী পরিচালক আইয়ুব আনসারী কারাগারে

জাল কাগজপত্র দিয়ে নতুন রেজিস্ট্রেশন করে চোরাই গাড়ি রাস্তায় চলাচলের ব্যবস্থা করে দেওয়ার মামলায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) পরিদর্শক আইয়ুব আনসারীকে কারাগারে  পাঠানো হয়েছে। 

উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে আজ সোমবার (৩০ নভেম্বর) দুপুরে আইয়ুব আনসারী বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালতে আত্মসমর্পণ করে স্থায়ী জামিনের আবেদন করেন। আদালতের বিচারক মো. মহিসন উল হক আসামির জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

আইয়ুব আনসারীর আইনজীবী মোখলেচুর রহমান বাচ্চু রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেছেন।  

অভিযুক্ত আইয়ুব আনসারী বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়া সাধুর বটতলা এলাকার মৃত আতাহার আলী হাওলাদরের ছেলে। আনসারী বর্তমানে ঢাকা বিআরটিএ সদর কার্যালয়ের সহকারী পরিচালকের (ইঞ্জিঃ) অতিরিক্ত দায়িত্বে আছেন।

স্বপন/বকুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়