RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২১ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৭ ১৪২৭ ||  ০৬ জমাদিউস সানি ১৪৪২

লক্ষ্মীপুরে শতাধিক জেলে পরিবারে কম্বল বিতরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ১ ডিসেম্বর ২০২০  
লক্ষ্মীপুরে শতাধিক জেলে পরিবারে কম্বল বিতরণ

লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদী তীরবর্তী শতাধিক জেলে পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেলে জেলা যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক বায়েজিদ ভূঁইয়ার উদ্যোগে কম্বলগুলো বিতরণ করা হয়। 

রায়পুরের দক্ষিণ চরবংশী ইউনিয়নের হাজিমারা এলাকার ভাসমান জেলে ও নদী তীরবর্তী শীতার্তদের এসব কম্বল দেওয়া হয়।

যুবলীগ নেতা বায়েজিদ ভূঁইয়া বলেন, ‘শীতে নদীর তীরবর্তী অসহায় মানুষগুলো খুব কষ্ট পান। শীত নিবারণে তাদের কম্বল দেওয়া হয়েছে। ক্রমান্বয়ে আরও কম্বল বিতরণ করা হবে।’

কম্বল বিতরণের সময় আরও উপস্থিত ছিলেন- সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক গোফরান হোসেন বাবু, তারেক হোসেন, রায়পুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক দিদার হোসেন মোল্লা, যুবলীগ নেতা খবির আহমেদ, হোসেন হাওলাদার ও জুলহাস মোল্লা প্রমুখ।

ফরহাদ হোসেন/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়