RisingBD Online Bangla News Portal

ঢাকা     মঙ্গলবার   ১৯ জানুয়ারি ২০২১ ||  মাঘ ৫ ১৪২৭ ||  ০৩ জমাদিউস সানি ১৪৪২

‘ভাস্কর্যের ব্যাপারে ইসলাম তাদের বক্তব্য সমর্থন করে না’

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ২ ডিসেম্বর ২০২০  
‘ভাস্কর্যের ব্যাপারে ইসলাম তাদের বক্তব্য সমর্থন করে না’

কেন্দ্রীয় আওয়ামী লীগের নব-নিযুক্ত ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা বলেছেন, ‘ভাস্কর্যের ব্যাপারে মৌলবাদী শক্তি, স্বাধীনতা বিরোধী শক্তি যা বলেছে তা অপপ্রচার। ইসলাম ধর্ম তাদের বক্তব্য সমর্থন করে না।’

তিনি আরও বলেন, ‘বর্তমান সরকার ইসলামের জন্য যা করছে তা ধর্ম সমর্থন করে। ধর্মের অর্থ হচ্ছে আল্লাহর নৈকট্য লাভ করা, মানুষের সেবা করা। যে মানুষের সেবা করে, ধর্মীয় প্রতিষ্ঠানের সেবা করে, যারা মানব কল্যাণ করে, যারা দেশের শান্তি স্থাপন করে তারাই ধার্মিক। সেই ধার্মিক মানুষের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

বুধবার (২ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু সম্পর্কে, দল সম্পর্কে, সরকার সম্পর্কে কেউ যদি প্রশ্ন তোলে সেই প্রশ্ন অবান্তর, এগুলো যড়যন্ত্রের অংশ, উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক খারাপ উদ্দেশ্যে এ অপপ্রচারগুলো করা হচ্ছে।’

এসময় কক্সবাজার-৩ আসনের এমপি সাইমুম সরোয়ার বলেন, ভাস্কর্য নিয়ে মৌলবাদীরা যা বলছে তা সঠিক না। মূর্তি আর ভাস্কর্য এক জিনিস না। কারণ ইরান, মালেশিয়া, ইন্দোনেশিয়া, ইরান, ভারত, পাকিস্তান সহ বিভিন্ন মুসলিম দেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকার বা রাষ্ট্রপতির ভাস্কর্য রয়েছে।’

সংসদ সদস্য আরও বলেন, ‘যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কথা বলেছে, তারা সেই দিনের বুদ্ধিজীবী যাদের কারণে মুসলমান সমাজ দেড়শ’ বছর ইংরেজি শিক্ষাকে অনইসলামিক মনে করেছে। তারা সেই ব্যক্তি ১৯৫২ এর ভাষা আন্দোলনে সময়ে বাংলা ভাষাকে বিধর্মীর ভাষা বলে হরফগুলো উর্দুতে লেখার জন্য পরামর্শ দিয়েছিল। বাংলাদেশে অধিকাংশই আলেম সমাজ কিন্তু তাদের সাথে একমত নয়। কিছু কিছু ব্যক্তি যে কথাগুলো বলেছেন এটি বিভ্রান্তিকর, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।’

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ বেদীতে পুস্পস্তবক অর্পন করে গভীর শ্রদ্ধা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের নব-নিযুক্ত ধর্ম বিয়ক সম্পাদক অ‌্যাডভোকেট সিরাজুল মোস্তফা। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় কক্সবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য কানিজ ফাতেমা, কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য বদিউর রহমানসহ জেলা আওয়ামী লীগ, ‍উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বাদল সাহা/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়