RisingBD Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৫ জানুয়ারি ২০২১ ||  মাঘ ১১ ১৪২৭ ||  ১০ জমাদিউস সানি ১৪৪২

চট্টগ্রাম বন্দরে উচ্ছেদ অভিযান: ২ একর জমি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১০, ২ ডিসেম্বর ২০২০  
চট্টগ্রাম বন্দরে উচ্ছেদ অভিযান: ২ একর জমি উদ্ধার

কর্ণফুলী নদীর তীরবর্তী এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে চট্টগ্রাম বন্দরের দুই একর জমি উদ্ধার করা হয়েছে। 

বুধবার (২ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দরের অথরাইজড অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ১০১টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

বন্দরের অ্যাসিস্ট্যান্ট এস্টেট ম্যানেজার মুহাম্মদ শিহাব উদ্দিন জানান, অবৈধ দখলদারদের বিরুদ্ধে চলমান অভিযানের আওতায় নগরীর ব্রিজঘাট থেকে নতুন ব্রিজ পর্যন্ত এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কাঁচা বসতি, দোকানপাটসহ প্রায় ১০১টি স্থাপনা উচ্ছেদ করে বন্দরের দুই একর ভূমি উদ্ধার করা হয়েছে। 

চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান বন্দর কর্মকর্তা শিহাব উদ্দিন।

রেজাউল করিম/সনি

সর্বশেষ

পাঠকপ্রিয়