দেবহাটায় গৃহবধূ ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ব্লাকমেইল ও পরকীয়ার ফাঁদে ফেলে গৃহবধূ ধর্ষণের ঘটনায় নওয়াব আলী (৩৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নওয়াব আলীকে গ্রেপ্তার করা হয়।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন।
নওয়াব আলী উপজেলার দক্ষিণ পারুলিয়া গ্রামের আকবর গাজীর ছেলে।
ধর্ষণের শিকার ওই গৃহবধূ বাবার বরাত দিয়ে ওসি বিপ্লব কুমার সাহা জানান, দীর্ঘদিন ধরে তার মেয়েকে ব্লাকমেইল ও পরকীয়ার ফাঁদে ফেলে ধর্ষণ করে আসছিলো নওয়াব আলী। বৃহস্পতিবার সে ফের তার মেয়েকে ধর্ষণ করলে ভিকটিম বিষয়টি তার পরিবারকে জানায়। একপর্যায়ে তার মেয়ে বিকেলে দেবহাটা থানায় মামলা দায়ের করে। পরবর্তীতে সন্ধ্যার মধ্যেই দেবহাটা থানা পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক নওয়াব আলীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার নওয়াব আলীকে শুক্রবার সাতক্ষীরা আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
শাহীন/বুলাকী