ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কালের গর্ভে হারিয়ে যাওয়া যোগীর ঘোপা

অরিন্দম মাহমুদ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৫ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৬:৫৬, ৫ ডিসেম্বর ২০২০
কালের গর্ভে হারিয়ে যাওয়া যোগীর ঘোপা

যোগী সন্ন্যাসীদের ব্যবহারের জন‌্য ইটের নির্মিত সঙ্কীর্ণ ও অপ্রশস্ত দ্বিতল ভবন

প্রাচীন সভ্যতার লীলাভূমি ও বরেন্দ্র জনপদের এক সময়ের প্রাণকেন্দ্র যোগীর ঘোপা।

এই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি নওগাঁর ধামইরহাট উপজেলার দক্ষিণ- পূর্ব সীমান্তবর্তী এবং পত্নীতলা উপজেলার পূর্ব- উত্তর প্রান্তে আমাইড় ইউনিয়নের চকভবানী মৌজায় অবস্থিত।

কালের বিবর্তনে সেই জৌলুস আর নেই। কালের গর্ভে হারিয়ে গেলেও আজও  ধুকে ধুকে টিকে আছে জরাজীর্ণ চারটি মন্দির,যোগী সন্ন্যাসীদের ব্যবহারের ইটের নির্মিত সঙ্কীর্ণ  ও অপ্রশস্ত দ্বীতল ভবন। এর পিছনে উত্তর দিকে উন্মুক্ত স্থানে রয়েছে শ্মশান ও কয়েকটি সমাধি।


সেই সময়ে যোগীদের পূজা-অর্চনায় ব‌্যবহৃত শিবলিঙ্গ, যা আজও ভক্তমহলে সমাদৃত


জরাজীর্ণ শিব মন্দির


সেই সময়ের পূজার বেদী, আজও এখানে চলে পূজা-অর্চনা


এই সুড়ঙ্গ দিয়ে সন্ন্যাসীরা যাওয়া আসা করতেন


কালের সাক্ষী হয়ে ঠায় দাঁড়িয়ে থাকা ভগ্ন আবাস


কালজয়ী কোনো যোগী এখানে ঘুমিয়ে আছেন। তার সমাধিতে ভক্তের শ্রদ্ধাভরে ফুল নিবেদন


অসংখ‌্য যোগী-সন্ন্যাসীর সমাধিতে ফুলেল শ্রদ্ধা

প্রত্নতাত্ত্বিক এই নিদর্শনটি স্বল্প সময়ের জন‌্যে হলেও পাঠককে সেই সময়ে নিয়ে যাবে। বাধ‌্য করবে কল্পনার রাজ্যে হারিয়ে যেতে।

ধামইরহাট (নওগাঁ)/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়