ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘অ‌্যাটা কম্বল পাইছু, একন আতোত ভালো ঘুম হবে’

নওগাঁ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৩, ৬ ডিসেম্বর ২০২০   আপডেট: ১৩:৪১, ৬ ডিসেম্বর ২০২০
‘অ‌্যাটা কম্বল পাইছু, একন আতোত ভালো ঘুম হবে’

শীতের তোংকে আতোত (রাতে) ভালো করে নিন্দাবা (ঘুমাতে) পারো না। হাত-পাও টাটায় (ব‌্যাথা করে)। অ‌্যাটা কম্বল পাইছু, একন আতোত ভালো ঘুম হবে— কম্বল পেয়ে এভাবেই নিজের অনুভূতির কথা জানাচ্ছিলেন শান্তি পাহান।

তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার হাটনগর আদিবাসী পাড়ার বাসিন্দা।

তার মতো কম্বল পেয়েছেন উপজেলার চকজদু গ্রামের মনি মরডি, ব্যারাডাংগার বিশ্ব মনী হাজদাসহ ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রায় দুইশ শীতার্ত পরিবার।

এসব কম্বল রোববার (৬ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার হাটনগর গ্রাম সামাজিক শক্তি কমিটির উদ‌্যোগে দেওয়া হয়।

কম্বল নিতে আসা মনি মরডি জানান, এই শীতের রাতে খুব কষ্ট হচ্ছিল। এখন একটা কম্বল পেয়েছি। বাচ্চাটা নিয়ে থাকতে পারবো। খুব ভালো লাগছে।

কম্বল পেয়ে মুখে হাসি নিয়ে বিশ্ব মনী হাজদা বলেন, ‘ শীতে আমার অসুখ হয়ে গেছে। একটা কম্বলের জন‌্য রাতে ঘুমাতে পারতাম না। কতোজনকে বলেছিলাম, কিন্তু পাইনি। এরা আমাকে একটা কম্বল দিলো। এদের ভগবান ভালো করবে।’

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) গণপতি রায়।

হাটনগর গ্রাম সামাজিক শক্তি কমিটি সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—  ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (ইউপিজি) মো. রফিকুল ইসলামসহ আরও অনেকে। 

সাজু/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়