ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ 

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৮, ৬ ডিসেম্বর ২০২০  
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ 

কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ ডিসেম্বর)  দুপুর সাড়ে ১২টার দিকে জেলা যুবলীগ এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

বিক্ষোভ মিছিলটি জেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বের হয়ে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে প্রতিবাদ সমাবেশ করে।

সমাবেশে বক্তারা বলেন, বাঙ্গালি জাতির শ্রেষ্ঠ পুরুষ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়েছে। এমন ন্যক্কারজনক কাজ এ জাতি কখনও মেনে নিবে না। এ সকল কাজের সঙ্গে যারা জড়িত তাদের এ দেশের মাটিতে থাকার কোনো অধিকার নেই। এ সকল নব্য রাজাকারদের দেশ থেকে উচ্ছেদ করতে হবে।

এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক বাদরুল ইসলাম বাবলু,সুলতানুল আজম খান আপেল,দপ্তর সম্পাদক এহতেশাম হোসেন খান, পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খান, জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজা,যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান জনিসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

 

চন্দন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়