ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

বোনের লাশ দেখতে গিয়ে সড়কে প্রাণ হারালেন সুফিয়া

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৪, ৬ ডিসেম্বর ২০২০  
বোনের লাশ দেখতে গিয়ে সড়কে প্রাণ হারালেন সুফিয়া

সুনামগঞ্জে বোনের লাশ দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় সুফিয়া বেগম (৫০) নামে এক নারী মারা গেছেন। দুর্ঘটনায় আরও ৪ জন আহত হয়েছেন।

রোববার (৬ ডিসেম্বর) বেলা ১১ টায় সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের হালোয়ারগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সুনামগঞ্জের ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শামছুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত সুফিয়া বেগম জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামের ফেরদৌস মিয়ার স্ত্রী।

আহতরা হলেন— নিহতের বোন সাফিয়া খাতুন (৪৫), ফরমালা বেগম (৭০), সায়েম আহমদ (১৭), মেহেদি আহমদ (১২)।

নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ ইন্সপেক্টর শামছুল ইসলাম জানান, সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের মুরারবন্দ গ্রামে হারুন অর রশীদের বাড়িতে নিহত বোনের লাশ দেখতে সকালে জগন্নাথপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে যাচ্ছিলেন সুফিয়াসহ আরও কয়েকজন। বেলা ১১টার দিকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের হালোয়ারগাঁও এলাকায় আসলে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া এক পিকআপ তাদের অটোরিকশাতে ধাক্কা দেয়।

এসময় গুরতর আহত হন অটোরিকশায় থাকা লোকজন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সুফিয়াকে মৃত ঘোষণা করেন। সেখান থেকে গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএ জি ওসমানী মেডিক‌্যাল কলেজ হাসপালে পাঠানো হয়। ঘটনার পর পিকআপ চালক পালিয়ে গেছে।

ইন্সপেক্টর শামছুল ইসলাম জানান, আহত ৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘাতক পিকআপ চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আল আমিন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়