ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

শিমুলিয়া-বাংলাবাজার রুটে নৌযান চলাচল স্বাভাবিক

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২২, ৭ ডিসেম্বর ২০২০  
শিমুলিয়া-বাংলাবাজার রুটে নৌযান চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে সকল নৌযান চলাচল স্বাভাবিক হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ‌্যে ছেড়ে যায় দিনের প্রথম ফেরি ‘কাকলি’।

বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ।

সহকারী ব্যবস্থাপক জানান, কুয়াশা কেটে যাওয়ায় আজ সকাল সাড়ে ৯টায় দিকে এই ঘাট থেকে সকল প্রকার যান ছেড়ে দেওয়া হয়। শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ‌্যে ছেড়ে যায় প্রথম ফেরি ‘কাকলি’। সকালে শিমুলিয়া ঘাট এলাকায় পণ‌্যবাহী ট্রাকসহ ছোট-বড় দেড় শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় ছিলো। ফেরি চালুর পর অগ্রাধিকার ভিত্তিতে পরিবহন বাস ও ছোট গাড়ি আগে পার করা হচ্ছে। ফলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।

উল্লেখ‌্য, এর আগে ঘন কুয়াশার কারণে রোববার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার থেকে নৌরুটটিতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল।

রতন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়