ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লালমনিরহাটে প্রণোদনার বীজ বিক্রির দায়ে জরিমানা

লালমনিরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪২, ৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ২২:১৮, ৭ ডিসেম্বর ২০২০
লালমনিরহাটে প্রণোদনার বীজ বিক্রির দায়ে জরিমানা

লালমনিরহাটের আদিতমারীতে কৃষি দপ্তরের প্রণোদনার বীজ বিক্রির দায়ে দুটি দোকানে ভ্রাম‌্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের খাতাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম‌্যমাণ আদালতের অভিযানে বিএডিসি বীজ ডিলার আমিনুল রহমানকে ১০ হাজার টাকা এবং সাপ্টিবাড়ি বাজারের আতিকুল ইসলামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ মনসুর উদ্দিন রাইজিংবিডিকে বলেন, ‘কৃষকদের জন‌্য প্রণোদনার বীজ বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে দুটি দোকানে অভিযান পরিচালনা করা হয়। দোকন দুটিতে ধান বীজই বেশি ছিল। এসব দোকানদার যাদের কাছ থেকে বীজ কিনেছে তাদের ব‌্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। তাদের বিরুদ্ধেও ব‌্যবস্থা নেওয়া হবে।’

ফারুক আলম/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়