Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৮ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৩ ১৪২৮ ||  ০৯ সফর ১৪৪৩

৯ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে নৌযান চলাচল শুরু

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ৯ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৯:৩৯, ৯ ডিসেম্বর ২০২০
৯ ঘণ্টা পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে নৌযান চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাড়ে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পিডবোডসহ সকল নৌযান চলাচল চালু হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) সকাল  সারে ৬টা থেকে নৌযান চলাচল শুরু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি)  শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য)  জানান, বুধবার (৯ ডিসেম্বর) সকাল  সারে ৬টার দিকে কুয়াশা কেটে যাওয়ায় ১৬টি ফেরির মধ্যে ১৫টি ছোট বড় ফেরি ও লঞ্চ-স্পিডবোডসহ সকল যানবাহন শিমুলিয়া ঘাট থেকে বাংলাবাজার ঘাটের উদ্দেশ্যে চলাচল শুরু করেছে।

এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার রাত সাড়ে ১০টার থেকে নৌরুটটিতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ ছিল। এর ফলে শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছিল তিন শতাধিক যাত্রী ও পণ্যবাহী যানবাহন।

রতন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়