ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা 

কলাপাড়া (পটুয়াখালী) সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৫, ৯ ডিসেম্বর ২০২০  
হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা 

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কোভিড-১৯ মোকাবেলায় অসহায় হতদরিদ্রদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। 

বুধবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভবনে চিকিৎসা সেবা দেন শেখ হাসিনা সেনানিবাসের সপ্তম পদাধিক ডিভিশনের সদস্যরা। জীবানুনাশক টানেল বসিয়ে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। 

শেখ হানিসা সেনানিবাসের ক্যাপ্টেন মোস্তফা সাঈদ বলেন, চলমান মেডিকেল ক্যাম্পের অংশ হিসেবে দুই শতাধিক হতদরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং ঔষধ দেওয়া হয়েছে। 
 

ইমরান/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়