ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

নির্বাচনি দায়িত্ব পালনে এসে আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ সদস্য অসুস্থ 

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪১, ১০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১০:৩৪, ১০ ডিসেম্বর ২০২০
নির্বাচনি দায়িত্ব পালনে এসে আইনশৃঙ্খলা বাহিনীর ৪০ সদস্য অসুস্থ 

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নির্বাচনি দায়িত্ব পালন করতে এসে আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।

বুধবার (৯ ডিসেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবীদ্বার সার্কেল আমিরুল্লাহ।

সিনিয়র সহকারী পুলিশ সুপার আমিরুল্লাহ জানান, ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের নির্বাচনে দায়িত্ব পালন করতে যান পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বুধবার দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে ইত্যাদি রেস্টুরেন্টে খাবার খেয়ে তারা নিজ নিজ কেন্দ্রে রওনা হন। বিকেল থেকেই ওইসব পুলিশ ও আনসার সদস্যরা পেট ব্যাথা, বমি ও ডায়রিয়ায় আক্রান্ত হতে থাকেন। পরে তাদেরকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়।

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন জানান, ফুড পয়জনিং এর কারণে এ সমস্যা হয়েছে। সাধ্যমতো সেবা প্রদানের চেষ্টা করা হয়েছে। যাদের অবস্থা বেশি অবনতি হয়েছে,তাদেরকে কুমিল্লা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ইমরুল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়