ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২১, ১০ ডিসেম্বর ২০২০   আপডেট: ০৯:২৪, ১০ ডিসেম্বর ২০২০
৯ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

ঘন কুয়াশার কারণে ৯ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার ( ১০) সকাল ৯টার দিকে কুয়াশার প্রকোপ কমে গেলে ফেরি চলাচর শুরু করে ঘাট কর্তৃপক্ষ।

বাংলাদেশ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাম হোসেন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সালাম হোসেন জানান, ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির অস্পষ্টতার কারণে দুর্ঘটনা এড়াতে এই নৌরুটে বুধবার (৮ ডিসেম্বর) রাত ১২টা থেকে ফেরি পারাপার বন্ধ করে দেয় নৌ-কর্তৃপক্ষ।

পদ্মা নদীতে ঘন কুয়াশার তীব্রতা কমে যাওয়ায় সকালে ৯টার দিকে এই নৌরুটে ফেরি চলাচল শুরু করা হয়। বর্তমানে নৌরুটে যানবাহন ও সাধারণ যাত্রী পারাপারে ১৬টি ফেরি চালু রয়েছে। 
এছাড়া, পাটুরিয়া ঘাট এলাকায় পাঁচশো যানবাহন এ নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলেও জানান তিনি।

চন্দন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়