ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

সরাইলে ভুয়া ৪ পুলিশ-ম্যাজিস্ট্রেট আটক 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪৪, ১০ ডিসেম্বর ২০২০   আপডেট: ১০:৫২, ১০ ডিসেম্বর ২০২০
সরাইলে ভুয়া ৪ পুলিশ-ম্যাজিস্ট্রেট আটক 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ভুয়া চার পুলিশ ও ম্যাজিস্ট্রেটকে আটক করেছে সরাইল থানা পুলিশ।

বুধবার (৯ ডিসেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন।

এর আগে বুধবার বেলা ৩টার দিকে উপজেলার উচালিয়াপাড়া মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার রামপুর বাজার (লারুয়া) এলাকার ইসমাইল ভূইয়ার ছেলে রফিকুল ইসলাম (৩৮), বরগুনা সদর উপজেলার গর্জনবুনিয়া (খা বাড়ী) এলাকার কাশেম আলী খার ছেলে লিটন মিয়া (২৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার দেওড়া (উত্তর হাটি) এলাকার তোয়াজ উদ্দিনের ছেলে মিজান মিয়া (৩২) ও একই উপজেলার দেওড়া (বাগ বাড়ীয়া) এলাকার নুর মিয়ার ছেলে জহির মিয়া (৪০)।

ওসি নাজমুল হোসেন জানান, বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উচালিয়াপাড়া মোড় এলাকার ভাস্কর্যের পাশে খালি জায়গা থেকে গাড়িসহ তাদের আটক করা হয়। আটকরা জেলার বিভিন্ন জায়গায় নিজেদের পুলিশ ও ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়া প্রতারণা করে আসছিলেন।

পরে তাদের গাড়ি তল্লাসি করে বিভিন্ন স্টিকার, পুলিশের সিগন্যাল লাইট ও ওয়াকিটকি ওয়ারলেছ সেট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

রুবেল/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়