ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

দেবহাটা উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪১, ১১ ডিসেম্বর ২০২০  
দেবহাটা উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয়

সাতক্ষীরার দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুজিবর রহমান বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি নৌকা প্রতীক নিয়ে ২৫ হাজার ৪৬৪ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হাজী রফিকুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ৯৯৩ ভোট।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ৮টায় ভোট গণনা শেষে এই ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার নাজমুল কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনের রিটার্নিং অফিসার নাজমুল কবীর জানান, দেবহাটা উপজেলা পরিষদের উপ-নির্বাচনে পাঁচটি ইউনিয়নের মোট ৪০ কেন্দ্রে স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে সর্বমোট ২৪৬টি ভোট কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সেখানে ৩৮ দশমিক ৪৬ শতাংশ ভোট পড়েছে। উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মুজিবর রহমান বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

শাহীন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়