ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় চেয়ারম্যান বরখাস্ত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৫, ১৪ ডিসেম্বর ২০২০   আপডেট: ১২:১৫, ১৪ ডিসেম্বর ২০২০
স্বেচ্ছাসেবক লীগ নেতা হত্যার ঘটনায় চেয়ারম্যান বরখাস্ত

ইউপি চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ

ময়মনসিংহের গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা মাসুদুর রহমান শুভ্র হত্যার ঘটনায় প্রধান আসামি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে সাময়িক বরখাস্থ করা হয়েছে।

রোববার (১৩ ডিসেম্বর) রাতে বরখাস্থের বিষয়টি নিশ্চিত করেছেন গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মারুফ। 
বরখাস্ত করা ইউপি চেয়ারম্যান গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়ন পরিষদের।

ইউএনও জানান, বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপ-সচিব মো. ইফতেকার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও পল্লী উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্রকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় গত ১৯ অক্টোবর ১৪ জনের নাম উল্লেখসহ মোট ২২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন নিহতের ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত।

মিলন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়