ঢাকা     বুধবার   ১৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৪ ১৪৩১

মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৬, ১৪ ডিসেম্বর ২০২০  
মাছের সঙ্গে এ কেমন শত্রুতা

মানিকগঞ্জ সদর উপজেলার শুশুন্ডা গ্রামে একটি মাছের খামারে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে।

এ ব‌্যাপারে সোমবার ( ১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগী শামসুল হক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। এর আগে রোববার ( ১৩ ডিসেম্বর) রাতে তার মাছের খামারে কে বা কারা বিষ দিয়ে মাছ নিধন করে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান।

জিডি সূত্রে জানা গেছে, প্রায় ১০ বছর ধরে শুশুন্ডা গ্রামের শামসুল হক পাশের ডাউটিয়া গ্রামের একটি পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করছিলেন। রোববার রাতের কোনো এক সময় তার মাছের খামারে বিষ ঢেলে দেয় দুর্বৃত্তরা। আজ  সকাল ৭টার দিকে পুকুরে গিয়ে দেখেন, সব মাছ মরে ভেসে ওঠেছে। পরে সে সব মাছ গ্রামের মানুষ ধরে বাড়ি নিয়ে যায়। এ ঘটনায় তার ১০ থেকে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ভুক্তভোগী শামসুল হক জানান, মাছ চাষ করেই পরিবার পরিজন নিয়ে তার সংসার চলে। প্রায় ১০ বছর আগে পুকুর ইজারা নিয়ে মাছ চাষ শুরু করেন। তবে ইজারা নেওয়ার সময় আশেপাশের কয়েকজন ব্যক্তির সঙ্গে তার বিরোধ তৈরি হয়। তার ধারণা, তারাই এ ঘটানা ঘটিয়েছেন।

ওসি আকবর আলী খান বলেন, এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চন্দন/বুলাকী

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়